“বাংলাদেশ এখন আর গরিব দেশ নাই। জাতিসংঘই বলেছে বাংলাদেশ নিন্ম মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। আমরা নিন্ম মধ্যবিত্তই থাকবো না, আমরা উচ্চই হবো।” আজ বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল ও অনুদানের টাকা বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
মতিয়া চৌধুরী বলেন, “আমাদের দৃষ্টি আকাশের দিকে, আমাদের দৃষ্টি শুকুনের মতো লাশের দিকে না, নিচের দিকে না। আমাদের দেশে একটা রাজনীতি আছে, যারা লাশের রাজনীতি করে, মানুষ পুড়াইয়া মারে, লাশের গন্ধ তাদের কাছে আতরের গন্ধ মনে হয়।” তিনি বলেন, আমরা সুস্থ মানুষের রাজনীতি করি, মানুষকে সামনের দিকে নিয়ে যেতে চাই, তাই আমরা মানুষের লেখাপড়া, যোগাযোগসহ বিদ্যুতের উন্নতি করেছি। বিগত সরকার যেখানে বিদ্যুৎ তিন হাজার ২০০ মেগাওয়াট রেখে গিয়েছিল, এখন আমরা সেখানে ১২ হাজার মেগাওয়াটে ছুঁই-ছুঁই অবস্থায় চলে আসছি।”
মন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম ও অষ্টম শ্রেণির ১১৫৯ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র, কম্বল এবং ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬৩ জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে ৫০০ টাকা করে মোট দুই লাখ ৩১ হাজার ৫০০ টাকা বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।