সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতি ও আটজনকে হত্যার মামলায় ১১ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান আজ বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ১ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন। এ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি খন্দকার আব্দুল মান্নান জানান, মামলার ১১ আসামির মধ্যে গ্রেপ্তার দশজনকে অভিযোগ গঠনের সময় আদালতে হাজির করা হয়। একজন শুরু থেকেই পলাতক। দশ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে বিচারক তাদের বিচার শুরুর নির্দেশ দেন বলে জানান এই আইনজীবী।
গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের শাখায় ডাকাতিতে বাধা দিলে ব্যাংক কর্মচারীসহ আটজনকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। পরে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে লুটের ছয় লাখ সাত হাজার টাকা উদ্ধার হয়। এ মামলায় গত ১ ডিসেম্বর পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে ৭ জানুয়ারি বিচারক তা আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করে দেন।
গত মে মাসে ঢাকার বাড্ডা থেকে তাকে গ্রেপ্তারের সময় ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সহকারী সুপার নাজমুল হাসান ফিরোজ জানিয়েছিলেন, ডাকাতির ঘটনায় মাহফুজ ছিলেন অপারেশন কমান্ডার। তদন্ত চলার মধ্যেই আসামিদের মধ্যে সাতজন ঘটনার দায় স্বীকার করে হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জাবনবন্দি দেন। পলাতক আসামি পলাশ ওরফে সেহেল রানার পক্ষে এই মামলা লড়ছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. মিজানুর রহমান। এছাড়া আদালতের আদেশে মাহফুজুল ইসলাম ওরফে আজিম ওরফে শামীম ওরফে জামিলের পক্ষেও একজন আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র। অন্য আসামিদের পক্ষে মামলা লড়ছেন আইনজীবী ফারুক আহম্মদ।