সাহেব-বিবির দ্বন্দ্ব তৃণমূলের রাজনীতিতে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন, রংপুর জাতীয় পার্টির নেতারা। তাদের মতে, দলে এরশাদের বিকল্প নেই। আর কো-চেয়ারম্যান জিএম কাদের বলছেন, একটি স্বার্থান্বেষী মহল দল গোছানোর কাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
রোববার সন্ধ্যায় রংপুরে এক সংবাদ জাতীয় পার্টির কো চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণা করা হয়। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের অবর্তমানে দলের কাণ্ডারিও হবেন তিনি।
তবে এর বিপক্ষে অবস্থান নেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন পন্থীরা। নেতা-কর্মীদের পাল্টাপাল্টি অবস্থান আর বক্তব্যে দলে আবারো ভাঙনের সুর বেজে উঠেছে।
এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে জাতীয় পার্টির তৃণমূলে। দলের দুর্গ হিসেবে পরিচিত রংপুরের নেতারা বলছেন, এরশাদের বাইরে জাতীয় পার্টির অস্তিত্ব নেই। সাহেব-বিবির দ্বন্দ্ব স্থানীয় রাজনীতিতে কোন প্রভাব ফেলবে না বলেও মনে করেন তারা।
তবে দলের বর্তমান কো চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল দল গোছানোর কাজ বাধাগ্রস্ত করার পায়তারা চালাচ্ছে।
নেতাদের দ্বন্দ্বে জাতীয় পার্টির আর ঘুরে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের।
এর আগেও নানা টানাপোড়েনে বেশ কয়েকবার ভাঙনের মুখে পড়ে, জাতীয় পার্টি।