পথচারীরা ব্যবহারই করতে পারছে না, বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ ফুটপাত। চলে গেছে হকারদের দখলে। কোথাও কোথাও সড়কের ওপরই বসে গেছেন তারা। ফলে সৃষ্টি হচ্ছে যানজট।
পাশাপাশি ছয়টি ফুটওভার ব্রিজের প্রায় সবটাই ব্যবহার অনুপযোগী। তবে, ফুটপাত দখলমুক্ত করতে শিগগিরই মাঠে নামার কথা বলছে, সিটি কর্পোরেশন।
বন্দরনগরীর ব্যস্ততম নিউ মার্কেট এলাকার চিত্র এটি। যেখানে পুরো ফুটপাত দখল নিয়েছে, হকাররা। ফলে পথচারিদের হাটতে হচ্ছে রাস্তা দিয়ে।
শুধু ফুটপাত নয়, হকারদের দখলে চলে গেছে রাস্তার একটি অংশও। এতে সবসময় লেগে থাকে যানজট। নিউমার্কেট এলাকার পাশাপাশি নগরীর, আগ্রাবাদ, দুই নম্বর গেইট, বহদ্দারহাট ও ইপিজেডসহ গুরুত্বপূর্ণ প্রায় সব এলাকার ফুটপাতে চলাচল নেই সাধারণ মানুষের।
হকারদের দাবি, স্বল্প পুঁজিতে ব্যবসা করেন বলেই ফুটপাতে বসতে বাধ্য হচ্ছেন, তারা।
ফুটপাতের মতো নগরীর ছয়টি ফুট ওভার ব্রীজের বেশিরভাগই ব্যবহার উপযোগি নয়। পরিনত হয়েছে, আর্বজনার ভাগাড় আর অপরাধীদের আখড়ায়।
নগর বিশেষজ্ঞরা বলছেন, ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থার সমন্বিত পদক্ষেপ জরুরী।
আর সিটি কর্পোরেশন বলছে, ফুটপাত দখল মুক্ত করতে দ্রুত মাঠে নামছে, তারা। সেইসাথে উদ্যোগ নেয়া হবে হকারদের পুনর্বাসনের।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাতে বসে ১০ হাজারেরও বেশি হকার।