পাঁচ খুনের তদন্ত কাজের অগ্রগতিতে সন্তোষ জানিয়েছেন, নারায়ণগঞ্জের মানুষ। তবে, কতদিনে শেষ হবে বিচার কাজ, সেটি নিয়ে সংশয় রয়েছে, জনমনে।
জেলা আইনজীবী সমিতির নেতারা বলছেন, যে কোন মামলাই প্রথমদিকে দ্রুতগতিতে চললেও, পরে তা গতি হারায়।
নারায়ণগঞ্জে সাত খুনের পর, এখন টক অব দ্য কান্ট্রি ফাইভ মার্ডার।
আলোচিত এই হত্যাকাণ্ডের পরপরই খুনের রহস্য উন্মোচনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে মামলা হস্তান্তর করা হয়েছে, গোয়েন্দা পুলিশের কাছে। তাদের তৎপরতায় আটকও হচ্ছেন অভিযুক্তরা। নেয়া হচ্ছে রিমাণ্ডেও।
এতে, স্থানীয়রা কিছুটা সন্তোষ জানালেও, শেষ পর্যন্ত প্রকৃত দোষীরা আইনের আওতায় আসবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ, প্রথমদিকে যে কোন মামলার কাজ দ্রুতগতিতে এগুলোও, ধীরে ধীরে তা গতি হারায়।
এলাকাবাসীর মনে এমন শঙ্কা থাকলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী শোনালেন আশার বানী। বললেন, দ্রুতই শেষ হবে পাঁচ খুন মামলার বিচার কাজ।
আইনশৃঙ্খলা বাহিনীর কণ্ঠেও একই সুর।
শনিবার রাতে নারায়ণগঞ্জের বাবুরাইলে, খুন হন একই পরিবারের পাঁচ সদস্য।