গাজীপুরে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন জানিয়েও সুফল পাচ্ছেন না শিল্প মালিকরা। তবে এ মাসের মধ্যেই সঙ্কট সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
শিল্প এলাকা হিসেবে পরিচিত গাজীপুরে অন্তত তিন হাজার শিল্প কারখানা রয়েছে, যার অধিকাংশই গ্যাস নির্ভর। এর মধ্যে তৈরি পোশাক শিল্প কারখানাই বেশি। আর এসব কারখানায় কাপড়ে রং করা, ব্য়লার চালানো ও বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজন হয় গ্যাসের।
তবে প্রতিদিন যে পরিমাণ গ্যাস প্রয়োজন, সরবরাহ লাইনে আসছে তার অর্ধেক।
এই সংকট সমাধানে বারবার দাবি জানিয়েও কোনো সুফল পাচ্ছেন না শিল্প মালিকরা। এছাড়া চাহিদা অনুসারে গ্যাস মিলছে না বাসাবাড়িতেও।
তিতাস কর্তৃপক্ষ চলতি মাসের শেষ দিকে এ সংকট সমাধানের আশ্বাস দিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে নেয়া হয়নি কোনো উদ্যোগ।