বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
এর আগে ব্যাংককে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। শ্রিংলা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা। এর আগে তিনি ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে থাইল্যান্ডে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি প্যারিস, হ্যানয় ও তেল আবিবে ভারতীয় কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন।
নয়াদিল্লিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন ছাড়াও শ্রিংলা নিউইয়র্কে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে কাউন্সিলর এবং ভিয়েতনামের হো চি মিন সিটিতে ও দক্ষিণ আফ্রিকার ডারবানে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
সাবেক রাষ্ট্রদূত পঙ্কজ শরণ বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব পালন শেষে গত ১৯ ডিসেম্বর ঢাকা ত্যাগ করেন। তার পরিবর্তে কূটনৈতিক দায়িত্ব পালন করতে আজ ঢাকায় আসেন হর্ষবর্ধন শ্রিংলা।