সিরিয়ায় বিদ্রোহী অধ্যুষিত মাদায়া-সহ তিনটি শহরে পৌঁছেছে জাতিসংঘের ত্রাণ বহর।সোমবার উত্তর-পশ্চিমের এই শহরে প্রবেশ করে, ত্রাণসামগ্রী বাহী ৪৪টি লরী। জাতিসংঘ জানায়, প্রাথমিকভাবে ৪০ হাজার মানুষকে এক মাসের পর্যাপ্ত খাবার ও জরুরী জিনিসপত্র দেয়া হচ্ছে। এছাড়া, ইদলিবের ফোয়াহ ও কেফ্রায়া গ্রামে ত্রাণবাহী ২১ টি লরী পৌঁছেছে।
গত সপ্তাহে অবরুদ্ধ এ সব এলাকায় ত্রান পৌঁছানোর অনুমতি দেয় আসাদ সরকার। জাতিসংঘের তথ্যমতে, সিরিয়াজুড়ে ১৫টি এলাকায় অবরুদ্ধ হয়ে আছেন, চার লাখের বেশি মানুষ।
Share!