শনিবার সকালে বঙ্গবন্ধ এভিনিউয়ে রাজনৈতিক সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জন্য দুশ্চিন্তার কারণ নয়। এখন তাদের আন্দোলনে জনগণের সাড়া নেই। সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মতো সামর্থ ও ক্ষমতা বিএনপির নেই। তাদের আন্দোলনে ফিরতে হলে আরও অনেক সময় লাগবে।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে দেশে সরকার পরিবর্তন দেখতে চাইলে বিএনপিকে আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। মেট্রোরেল রুট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের অনুমোতি নিয়েই মেট্রোরেলের কাজ শুরু করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন অযৈক্তিক। আগামী মাসেই মেট্রোরেল রুটের কাজ শুরু হবে বলে জানান তিনি। এসময় মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ মে মাসের মধ্যে শেষ হবে বলেও জানান।