বিমানবন্দর সূত্র জানায়, টার্কিশ এয়ারওয়েজের টিকে-৭১২ ফ্লাইটটি সকাল ৬টায় ঢাকায় অবতরণের কথা। কিন্তু একঘণ্টারও বেশি সময় বিমানটি আকাশে চক্কর দিতে থাকে। দুই দফা সেটি রানওয়ের কাছাকাছি নেমে আসলেও ঘন কুয়াশার কারণে ফের আকাশে উড়ে যায়।
স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ফ্লাইটটি পরে কলকাতার দিকে অগ্রসর হয়। তবে সেখানেও ঘন কুয়াশা থাকায় চলে যায় হায়দ্রাবাদের পথে। ঢাকার সময় সকাল ৯টা ৪০ মিনিটে রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওই টার্কিশ বিমানটি অবতরণ করে।
একই ঘটনা ঘটেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৯টার আগে কোনো ফ্লাইট ঢাকা ছাড়ার কথা নয়। তবে দু-একটি ফ্লাইট খুব ভোরে অবতরণের কথা থাকলেও তা অবতরণ করতে পারেনি। অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলোও সকালে তাদের নির্ধারিত যাত্রায় ব্যর্থ হয়। পরে সকাল ৮টার দিকে কট্রোল রুম থেকে সেগুলো সাড়ে ৮টার পর ছেড়ে যাওয়ার অনুমতি পায়।
এদিকে নির্ধারিত ওই ফ্লাইটগুলো যাত্রীদের বিদায় ও অভ্যর্থনা জানাতে যারা বিমানবন্দরে এসেছেন তাদের মধ্যে উদ্বেগ দেখা গেছে।
বেলা সোয়া ১১টার দিকে বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশায় অবতরণ করতে না পারায় ঢাকার আকাশে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট এসে জমা হয়। যেগুলো বিভিন্ন আল্টিটিউডে অবস্থান নিয়ে আকাশে চক্কর দিতে থাকে। বেলা পৌনে ১০টার দিকে কুয়াশা সরে গেলে সেগুলোকে অবতরণের অনুমতি দেয়া হয়েছে।