মানবতাবিরোধী অপরাধ মামলার আপিলে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় স্বস্তি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।বুধবার আপিল বিভাগে রায় বহাল রাখার ঘোষণার পর সাংবাদিকদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় এমন সন্তোষ প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।তিনি বলেন, এটি বহু প্রত্যাশিত রায়। এই রায়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। নিজামীকে চরম দণ্ড দেয়া হয়েছে। স্বস্তি অনুভব করছি।প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রায়ে ৩টি (২,৬,১৬ নম্বর) অভিযোগে মৃত্যুদণ্ড ও দুটি ( ৭,৮ নম্বর) অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এছাড়া ৩টি (১,৩,৪ নম্বর) অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয় নিজামীকে।এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকালে পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া প্রাণদণ্ডের রায় বহাল রাখল আপিল বিভাগ।
Share!