ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে। সেখানে এখনো দুই জঙ্গি অবস্থান করছে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখবির সিং বাদল এ তথ্য জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ত্রাসী হামলায় সব মিলিয়ে নিহত হয়েছে ৭ ভারতীয় সেনা। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেলও আছেন।
অপরদিকে, নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছে ৫ হামলাকারী। তবে হামলাকারী কতোজন ছিলো তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। শনিবার মধ্যরাতে পাঠানকোট বিমানঘাঁটিতে হঠাৎ হামলা শুরু করে সন্ত্রাসীরা। সন্ধ্যার দিকে সেনাঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানালেও, জঙ্গির উপস্থিতি টের পেয়ে রোববার সকাল থেকে আবারো অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জাইস ই মোহাম্মদ হামলার সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।