ইরানের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিল সৌদি আরব। ৪৮ ঘন্টার মধ্যে ইরানি কূটনৈতিকদের রিয়াদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবাইর গতকাল এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেন এরই মধ্যে ইরানের তেহরান থেকে সৌদি দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে।
গত শনিবার শীর্ষ শিয়া নেতা নিমর আল নিমর সহ ৪৭ জনের মৃত্যুদন্ড কার্যকরের পরপরই বিক্ষোভে ফেটে পড়ে ইরান। প্রতিবাদে ইরানে বিক্ষোভ করে শিয়া মুসলমানরা। এ সময় কিছু বিক্ষোভকারী দেশটিতে অবস্থিত সৌদি দূতাবাসে হামলা চালায়। এ সময় তারা দূতাবাসের ভেতরে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পরদিনই সৌদি থেকে এ ঘোষণা দেওয়া হয়।