টাইগার ক্রিকেটের জন্য দারুন কেটেছে ২০১৫। আন্তর্জাতিক ক্রিকেটের পর বিপিএলেও সফলতা পেয়েছেন মাশরাফি। এবার চোখ রাখছেন ২০১৬ তে। বিপিএল শেষে বিরতিটা নতুন বছরের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে ক্রিকেটারদের।
বিপিএল শেষে আপাতত বিরতি চলছে ক্রিকেট মাঠে। ২০১৫ এর ব্যস্ত সূচির পর ক্রিকেটাররা সময়টা দিয়েছেন পরিবারকে। তিন সপ্তাহের ছুটিটা প্রায় শেষের দিকে, টাইগারদের ভাবনায় আবারো উঁকি দিচ্ছে ক্রিকেট। টাইগার অধিনায়ক মাশরাফি জানালেন- মাঠ থেকে দূরে থাকলেও, ক্রিকেট থেকে দূরে ছিলেননা। বরং ২০১৬ এর চ্যালেঞ্জটা বেশ ভালো ভাবেই আছে তার পরিকল্পনাতে।
বিপিএল ২০১৫ এর চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হয়েছিল ক্রিকেটারদের পুনর্মিলনীতে। টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ বাতিল হয়ে যাওয়ায়, চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও তাতে খেলার সুযোগ পাচ্ছেনা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক মাশরাফির অবশ্য তাতে কোন আক্ষেপ নেই।
টাইগার ক্রিকেটের জন্য দারুন কেটেছে ২০১৫। অধিনায়ক হিসেবেও দারুন সফল মাশরাফি। ঘরের মাটিতে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা বধের পর অধিনায়ক হিসেবে টানা তৃতীয় বিপিএল শিরোপা জয়। ২০১৬ তেও সাফল্যের ধারা ধরে রাখতে চাইবেন ক্যাপেটেন ফ্যান্টাসটিক।