ভোট সুষ্ঠু হোক-সেটা চান বড় দুই দলের নেতারাও। আর চান ভোটের মাঠে চ্যালেঞ্জে জিতে আসতে। চট্টগ্রামে আওয়ামীলীগ ও বিএনপি এখনই মেলাচ্ছেন এই নির্বাচন থেকে লাভক্ষতির হিসাব।
তাই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেও দুই দলের নেতাদের চোখ এখন ভোটের মাঠে। শেষমুহুর্তে এসেও দুদলের পাল্টাপাল্টি অভিযোগ। ভোটের মাঠ গরমের নানা চেষ্টা। দলীয় প্রতীকে ভোট, তাই গেল কয়েকদিন চট্টগ্রামের দশটি পৌরসভা চষে বেড়িয়েছেন বড় রাজনৈতিক দলের নেতারা।
চালিয়েছেন দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা। এরমধ্যে থেমে থাকেনি প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টাও। যেন এ এক যুদ্ধ জয়ের লড়াই। আর সবটাই, নিজেদের পক্ষে ভোটের ফল নেয়া। ভোটের আগেই লাভক্ষতির হিসাব কষছেন বড় দুই দল।
এই নির্বাচন থেকে কতটা রাজনৈতিক ফায়দা মিলবে কিংবা মাঠ দখলে কারা এগিয়ে থাকবে-তাও মিলাচ্ছেন দল দুটির নেতারা। গেল নির্বাচনে চট্টগ্রামের দশটি পৌরসভায় মেয়র পদে ৭টিতে জিতেছিলেন আওয়ামীলীগ সমর্থক, আর বিএনপি সমর্থক জিতেছেন ২টিতে। একটি পায় এলডিপি।