পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণে ২৯টি পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনে (ইসি) অনুরোধ জানিয়েছে। এসব সংস্থার অধীনে ৪ হাজার ৮৯ পর্যবেক্ষক এ নির্বাচন পর্যবেক্ষণ করতে চান। এবারের পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণের জন্য উন্নয়ন সহযোগী দেশগুলোর পক্ষ থেকে রোববার পর্যন্ত কোনো আগ্রহ প্রকাশ বা নির্বাচন কমিশনে কোনো আবেদন করা হয়নি। তবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস নামের দুটি আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণের আবেদন করা হয়েছে। তবে এ দুই সংগঠনের কতজন নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন তা বলা হয়নি। ধারণা করা হচ্ছে, ওই সংগঠন দুটির পক্ষে স্থানীয় পর্যবেক্ষকরাই পর্যবেক্ষণে থাকতে পারেন। এদিকে কমিশন সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ১০টি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে আপত্তি জানানো হয়েছে। এর মধ্যে যেসব সংস্থার নিবন্ধন সঠিক রয়েছে সেগুলোকে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে। তবে একটি সংস্থার নিবন্ধনের বিষয়ে কমিশনের সন্দেহ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কমিশন কর্মকর্তারা জানান, দলীয় পরিচয়ে পৌর নির্বাচন অনুষ্ঠিত হলেও এ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখায়নি উন্নয়ন সহযোগী দেশগুলো। এর আগে গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকার দুই এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানির ঢাকাস্থ দূতাবাস, ইউএনডিপি ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা থেকে প্রায় ১৫০ পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়। এর আগে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এসব দেশ বিরত থাকলেও ওই নির্বাচনের পরের মাসেই অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ঢাকার যুক্তরাষ্ট্র এবং জাপান দূতাবাস পর্যবেক্ষক নিয়োগ করে। উপজেলা নির্বাচনে যুক্তরাষ্ট্রের পক্ষে রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাসহ মোট ৫৪ জন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এনডিআইও ওই নির্বাচনে ছয়জন পর্যবেক্ষক নিয়োগ করে। জাপানও নির্বাচন পর্যবেক্ষণ করে। কিন্তু যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউ পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দেয়নি।সূত্র জানায়, নির্বাচন কমিশনে নিবন্ধিত ২৯টি পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে ১২০ জন পর্যবেক্ষণের জন্য অনুরোধ করেছে। কমিশনে ১২০টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন রয়েছে। তবে অধিকারকে রোববার পর্যন্ত পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ না জানানোর কারণে সংস্থাটি থেকে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলামের কাছে একটি চিঠি দেয়া হয়। সংস্থাটির পরিচালক এএসএম নাসির উদ্দিন এলান স্বাক্ষরিত চিঠিতে সংস্থাটি ৫০টি পৌরসভায় পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে উল্লেখ করে এবারের পৌর নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে কিনা তা লিখিতভাবে জানাতে অনুরোধ জানিয়েছে।
Share!