প্রায় এক বছর জাতীয় দলের বাইরে, আবারো লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চান আল আমিন হোসেন। বিপিএল এ অসাধারণ পারফরমেন্স করা এই পেসার জানিয়েছেন জাতীয় দলের বাইরে থাকাই তাতিয়ে দিয়েছিলো তাকে। তবে প্রত্যাবর্তনের পথে উপভোগ করতে চান মুস্তাফিজ-রুবেল-তাসকিন-শফিউলদের চ্যালেঞ্জ।
গেল এক বছরে বাংলাদেশের ক্রিকেটের বড় অর্জন বদলে যাওয়া পেস অ্যাটাক। পুরোনরা যেমন ক্যারিশমা দেখিয়েছেন, আর্বিভাব হয়েছে মুস্তাফিজ, আবু হায়দারের মতো তরুণদের। আবার অনেকে চলে গেছেন আলোচনার বাইরে নানা কারণে। তাদেরই একজন আল আমিন। তবে বিপিএল-এর তৃতীয় আসরের একমাত্র হ্যাটট্রিকম্যান আল আমিন ১৭ উইকেট নিয়ে নিজেকে চিনিয়েছেন নতুন কোরে।
চাওয়া টি-টোয়েন্টির অভিজ্ঞতা বাড়াতে বিপিএল এর নিয়মিত আয়োজন। আল আমিনের মতে এবারের আসরের সেরা প্রাপ্তি পেসারদের জ্বলে ওঠা।
নিজে ফিরতে চান জাতীয় দলে। সে পথে পুরোনোদের সাথে বাধা নতুনরাও, তবে চ্যালেঞ্জটা উপভোগ করছেন ঝিনাইদহের এই তরুণ।
আগামী সপ্তাহে কন্ডিশনিং ক্যাম্প দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ শুরু হবে আল আমিনের।