অষ্টম জাতীয় পে স্কেল নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, পে স্কেল পরিবর্তনের আর কোনো সুযোগ নেই বুধবার সকালে সচিবালয়ে অনলাইনে আয়কর পরিশোধ করে নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান।অর্থমন্ত্রী বলেন, বেতন কাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি অযৌক্তিক।এমপিওভুক্ত শিক্ষকদের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এমপিওভুক্তি অত্যন্ত বাজে ব্যবস্থা। এটা স্কুলের স্বার্থ দেখে না, এমনকি ছাত্রদের স্বার্থও দেখে না। শুধু শিক্ষকদের স্বার্থ দেখে। এ জন্য একটি কমিটি করে দিয়েছি। কমিটি যে সুপারিশ করবে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যদিও এই কমিটি খুব ধীরে কাজ করছে।চলতি করবর্ষে ৫৫ হাজার ৮৭০ টাকা আয়কর জমা দেন অর্থমন্ত্রী। কর অঞ্চল-৮ এ অনলাইনের মাধ্যমে আয়কর জমা দেন তিনি। এ সময় কর অঞ্চল-৮ এর কমিশনার জিয়া উদ্দিন মাহমুদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Share!