যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারাই বিদেশি হত্যা আর ধর্মীয় প্রতিষ্ঠানে হামলায় মদদ দিচ্ছে। এমন দাবি ক্ষমতাসীনদের। তারা মনে করেন, দেশকে পিছিয়ে দিতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে।
তবে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষারোপ না করার আহ্বান বিএনপির। বিশ্ব জুড়ে যখন আইএস এর বিরুদ্ধে যুদ্ধের দামামা তখন ঢাকায় বিদেশী খুনের দায় স্বীকার করে এদেশে আইএস শিকড় গেড়েছে আন্তর্জাতিক মহলে তা প্রমাণের চেষ্টা।
জঙ্গীবাদের ধরন আকার, প্রকার নিয়ে নানা মহলের নানা মত থাকলেও সরকারের দাবী আইএসআই এর কোন সম্পৃক্তা নেই এসব কাজে। তবে দেশী কিছূ সংগঠন কলকাঠি নাড়ছে আর আদর্শিক মদতের অভিযোগ বিএনপি জামায়াতের বিরুদ্ধে। গেল শুক্রবার চট্টগ্রাম নৌবাহিনীর ঘাঁটির এলাকায় ককটেল বিস্ফোরন কি বার্তা দিচ্ছে?
সরকারী দল বলছে বার্তা পরিস্কার বাংলাদেশের স্বাধীনতা চায়নি যারা তারা ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে। সরকারের এমন অভিযোগের জবাবে বিএনপি বলছে তদন্তের আগে দোষারোপের এই রাজনীতিতে আড়াল করা হচ্ছে প্রকৃত অপরাধীদের। কোন ঘটনায় বিএনপির সম্পৃক্তার প্রমান দিতে পারেনি সরকার। দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র। দুই দলের দুই নেতা এমনটি মনে করলেও সমাধানের পথ আর পদ্ধতি অবস্থান দুই মেরুতে।