Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

যুক্তরাষ্ট্রের ‘অতি ঝুঁকিপূর্ণ’ তালিকায় বাংলাদেশ

বাংলাদেশসহ মুসলিম প্রধান ৩২টি দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি তুলেছেন যুক্তরাষ্ট্রের কেন্টাকি থেকে নির্বাচিত সিনেটর ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়প্রত্যাশী র?্যান্ড পল। এ দেশগুলো থেকে উদ্বাস্তু গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতেই এ প্রস্তাব উত্থাপন করা হয়েছে।র‌্যান্ড পলের প্রস্তাবে ঝুঁকিপূর্ণ অন্য ৩১ দেশ হল- আফগানিস্তান, আলজেরিয়া, বাহরাইন, মিসর, ইরিত্রিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জর্দান, কাজাখাস্তান, কুয়েত, কিরগিজসস্তান, লেবানন, মালি, মরক্কো, নাইজেরিয়া, নর্থ কোরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, রাশিয়া, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তাজিকিস্তান, তিউনিসিয়া, তুরস্ক, আরব আমিরাত, উজবেকিস্তান এবং ইয়েমেন। এছাড়া তালিকায় উত্তর কোরিয়া ও ফিলিস্তিনের নাম রয়েছে।

 ‘উদ্বাস্তু আগমন আইনের আওতায় জঙ্গিদের আগমন বন্ধ কর’ শিরোনামের খসড়া আইনটিতে উদ্বাস্তু বাছাইয়ের ব্যাপারে কড়াকড়ি আরোপ করে ছয়টি শর্ত দেয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে আবেদনকারীর ব্যক্তিগত ইতিহাস, তার কার্যাবলীর ঘনিষ্ঠ পর্যবেক্ষণের বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। শর্তগুলো পুরোপুরি পালিত হয়েছে বলে হোমল্যান্ড সিকিউরিটি দফতর থেকে নিশ্চয়তা দেয়ার পরই এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে ওই আইনে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে সব রকম প্রস্তুতি গ্রহণই এই প্রস্তাব উত্থাপনের মূল উদ্দেশ্য বলে দাবি করেছেন সিনেটর পল।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top