প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমান বাহিনীকে সমৃদ্ধ করতে সরকার যুগান্তকারী নানা পদক্ষেপ নিয়েছে। চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক বিমান বাহিনী গড়তে কাজ করছে সরকার।রোববার কুর্মিটোলা বিএএফ ঘাঁটিতে বিমান বাহিনীতি প্রশিক্ষণ যুদ্ধ বিমান ও হেলিকপ্টার সংযোজন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হিসেবে তার নিজের স্থান করে নেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা কারো কাছে হার মানি না, পরাজিত হই না। আমাদের লক্ষ্য এদেশের মানুষ উন্নত হউক, সুন্দর জীবন পাক। আমরা ৩০ প্রকার ওষুধ দরিদ্র মানুষের কাছে বিনামূল্যে বিতরণ করছি।বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। আর যত বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী হব আমাদের সশস্ত্র বাহিনীসহ সব ক্ষেত্রে আমরা আরো উন্নত মানের প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের যা যা উন্নত সরঞ্জামাদি প্রয়োজন তা সংগ্রহ করতে পারব।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিমান বাহিনীকে মনে রাখতে হবে, আমরা বিজয়ী জাতি। আমরা কারও কাছে হার মানি না। আমরা বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে চলব। আমরা সব সীমাবদ্ধতা অতিক্রম করে আমাদের উত্তরোত্তর সাফল্যের মাধ্যমে আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুকে সমৃদ্ধ জাতি হিসেব স্থান করে নেবো। এজন্য বিমান বাহিনীর ভূমিকা রয়েছে।
চতুর্থ প্রজন্মের বিমান বাহিনী গড়া হবে : প্রধানমন্ত্রী
Share!