Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

আরেক দফা কমল সোনার দাম

দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম। এবারও ভরিপ্রতি এক হাজার ২২৫ টাকা করে কমানো হয়েছে।শুক্রবার রাতে বাংলাদেশের বাজারে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা শনিবার থেকে কার্যকর বলে জানানো হয়েছে। স্বর্ণের সঙ্গে এবার রুপার দামও কমেছে ভরিতে ৫৮ টাকা।শুক্রবার বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে এই নতুন দর কার্যকর হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন দর অর্থাৎ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম হবে ৪১ হাজার ২৯০ টাকা। শুক্রবার পর্যন্ত এর দাম ছিল ৪২ হাজার ৫১৫ টাকা। এ হিসাবে ভরিতে প্রায় এক হাজার ২২৫ টাকা কমানো হয়েছে।২১ ক্যারেট স্বর্ণের দাম হবে ৩৯ হাজার ১৯১ টাকা। যা আগে ছিল ৪১ হাজার ৬৪০ টাকা। অর্থাৎ কমেছে ২ হাজার ৪৪৯ টাকা।১৮ ক্যারেটের নতুন দাম ৩২ হাজার ৫৪২ টাকা। আগে ছিল ৩৩ হাজার ৭৬৭ টাকা। কমেছে ১ হাজার ২২৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২১ হাজার ৬৪১ টাকা। আগের দাম ২২ হাজার ৬৮৬ টাকা।এ ছাড়া, প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম হবে ৮৭৪ টাকা। শুক্রবার পর্যন্ত ছিল ৯৩৩ টাকা।এদিকে ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। অন্যদিকে, সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়।এর আগে গত ৯ নভেম্বরও সব ধরনের সোনার দাম এক হাজার ২২৫ টাকা করে কমানো হয়েছিল। তবে তার আগে ১৭ অক্টোবর ভরিতে দেড় হাজার টাকা বাড়ানো হয়েছিল। এবার প্রায় মাসের ব্যবধানে ফের সোনার দাম কমাল বাজুস।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top