তুরস্ক সীমান্তে ১৩শ শরনার্থী ও অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে দেশটির সামরিক পুলিশ বাহিনী। এখবর জানিয়েছে তুরস্কের বেসরকারি সংবাদ সংস্থা DHA.
সংবাদ সংস্থাটি জানায়, আটক হওয়া শরনার্থী ও অভিবাসন প্রত্যাশীরা তুরস্ককে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপের দিকে যাচ্ছিল। আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পরে তাদেরকে আইভাচিক নামে একটি এলাকার অস্থায়ী শরনার্থী শিবিরে নিয়ে যাওয়া হয়। একইসাথে মানবপাচারের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় তিনজনকে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং মানবপাচারে ব্যবহৃত নৌকা উদ্ধার করা হয়। রোববার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয় ইউনিয়নের সাথে বৈঠকের পর ৩ বিলিয়ন ইউরো সহায়তা দেয়ার ঘোষণার পর এই অভিযান চালানো হলো।