Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত

সুন্দরবনের চাদপাই রেঞ্জের উরুবুনিয়া খাল এলাকায়  র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মনির বাহিনীর প্রধান বনদস্যু মনির (৩৫) ও তার অপর সহযোগী নুর মোহাম্মদ ভোলা (৪০) নিহত হয়েছেন। এসময় র‌্যাব সদস্যরা বনদস্যুদের ব্যবহৃত দেশী-বিদেশী ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৩শ রাউন্ড গুলি উদ্ধার করেছে।সোমবার সকালে সুন্দরবনের গহীন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।র‌্যাব-৮ এর উপ অধিনায়ক লে. কর্নেল ফরিদ জানান, সকালে  সুন্দরবনের চাদপাই রেঞ্জের উরুবুনিয়া খাল এলাকায় বনদস্যু মনির তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দস্যুরা গুলি ছোড়া বন্ধ করে পিছু হটে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে বনদস্যুদের ব্যবহৃত দেশী-বিদেশী ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৩শ রাউন্ড গুলি উদ্ধার করে।তিনি আরও জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৫টি একনলা বন্ধুক, ৭টি বন্দুক, ৪টি কাটা রাইফেল, ১টি দোনালা বন্দুক ,১টি টুটুরোর রাইফেল ও ৫টি ওয়ান শুটারগান ও ৩শ রাউন্ড গুলি। নিহত বনদস্যু মনির ও তার সহযোগী নিহত নুর মোহাম্মদ ভোলা দীর্ঘদিন ধরে সুন্দরবন উপকুলে দস্যুতা করে আসছিল। নিহত বনদস্যুদের মৃতদেহ ও উদ্ধারকৃত  আগ্নেয়াস্ত্র মংলা থানায় সোপর্দ করা হবে বলে র‌্যাব জানায়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top