Wednesday , 3 July 2024
সংবাদ শিরোনাম

সুদের হার কমানোর ওপর গুরুত্বারোপ করে ব্যাংকিং মেলা শুরু

সুদের হার কমানোর ওপর গুরুত্বারোপ করে ‘একটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যয়ে’ শ্লোগান নিয়ে দেশে প্রথমবারের মতো ব্যাংকিং মেলা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে মঙ্গলবার সকালে পাঁচ দিনব্যপী এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক ডেপুটি গভর্নর এফ কে সুর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয়ের ব্যংক ও আর্থিক বিভাগের সচিব ড. আসলাম আলম, ও এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।এসময় সুদের  হার কমানোর ওপর গুরুত্বারোপ করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ড. আসলাম আলম বলেন, দেশের উন্নয়ন করতে হলে বেসরকারি খাতকে এগিয়ে নিতে হবে। আর বেসরকারি খাতকে এগিয়ে নিতে হলে ব্যংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে (একঅঙ্কে) নামিয়ে আনতে হবে। সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা গেলেই দারিদ্র বিমোচন সম্ভব হবে। এবং প্রবৃত্তি বাড়বে।তিনি আরও বলেন, প্রবৃদ্ধি বাড়াতে হলে ব্যাংকের সুদের হার কমাতে হবে।রাজধানীর বাংলা একাডেমিতে প্রতিদিন এ মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২৮ নভেম্বর। মেলায় ৮০টি স্টলে ব্যাংকিং সেবার পাশাপাশি শিক্ষনীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। মেলায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিদর্শন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আমন্ত্রণপত্র পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সবার জন্য উম্মুক্ত এই মেলায় থাকবে টাকার জাদুঘর, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রকাশনা, স্মারক মুদ্রা ও নোট বিক্রয়, জনসাধারণকে দেয়া বাংলাদেশ ব্যাংকের সেবা সংক্রান্ত তথ্য, সিআইপিসি ও কন্ট্রোল রুম। এছাড়া মেলা চলাকালে বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, ওয়ার্কশপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এই মেলার প্রধান উদ্দেশ্য টেকসই অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে মেলায় আর্থিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিকরণের ওপর জোর দেয়া।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top