জাতীয় স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারীদের নিজেদের স্বার্থেই পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্মকাণ্ডে আরো বেশি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ ও ভারতের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এর আগে, পুঁজিবাজার উন্নয়নে ভারতের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খায়রুল আলম এবং ভারতের পক্ষে ইউকে সিনহা এতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন। এ সময় পুঁজিবাজারের নিরাপত্তার পাশাপাশি চাঙ্গা করতে সব ধরণের সহায়তা দেয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
এছাড়া বাংলাদেশ ও ভারতের আর্থ-সামাজিক অবস্থার সার্বিক উন্নয়নে দু’দেশের মধ্যকার সহযোগিতা বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।