Wednesday , 3 July 2024
সংবাদ শিরোনাম

দেশব্যাপী জামায়াতের হরতাল চলছে

জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই হরতাল চলবে। দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ডের রায় রিভিউতেও বহাল থাকায় এর প্রতিক্রিয়ায় দলটি এ হরতাল আহ্বান করে।হরতালে নাশকতা মোকাবিলায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রস্তুত রয়েছে বিপুল পরিমাণ আইনশৃংখলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, সড়ক ও স্থাপনায় র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং আইনশৃংখলা বাহিনীর টহল।তবে হরতালকে কেন্দ্র করে রাজধানী বা দেশের কোথায়ও কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি।গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুধবার দুপুরে এ হরতালের ডাক দেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।বুধবার আপিলের আদেশের পর গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ দেশব্যাপী সর্বাত্মক শান্তিপূর্ণ হরতালের ডাক দেন।বিবৃতিতে তিনি বলেন, ‘জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য সরকার জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। সরকারি ষড়যন্ত্রের শিকার হয়েছেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। সরকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষীও নেই। এতদসত্ত্বেও সরকারের মিথ্যা মামলায় মুজাহিদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।’বিবৃতিতে আরো বলা হয়, ‘এ রায়ের বিরুদ্ধে তিনি রিভিউ আবেদন করলে তা খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এ রায়ে মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। মুজাহিদকে হত্যার সরকারি ষড়যন্ত্র বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’বিবৃতিতে তিনি বলেন, ‘এ অন্যায় ও ষড়যন্ত্রমূলক সরকারি হত্যাকাণ্ডের প্রতিবাদে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল ১৯ নভেম্বর বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’তবে হাসপাতাল, এম্বুলেন্স, ফার্মেসি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top